Search This Blog

Saturday, March 16, 2019

কুড়িগ্রামবাসী শোকাহত

মোঃ মাহফুজ আহমেদ।

প্রফেসর ডঃ মোঃ আব্দুস সামাদ স্যার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে ৬০ বৎসর বয়সে কৃষিতত্ত্ব (Agronomy) বিভাগ থেকে অবসরে যান।
তার বাড়ি কুড়িগ্রামের,ফুলবাড়ী উপজেলায়। উচ্চশিক্ষার্থে বেশ কয়েকবার নিউজিল্যান্ডে থাকার সুবাদে স্যার এর পরিবার নিউজিল্যান্ডেই থাকতো। তিনিও অবসরের পর নিউজিল্যান্ডে চলে যান।

আজ নিউজিল্যান্ড এর ক্রাইস্টচার্চে মসজিদে বর্বরোচিত হামলায় তিনি নিহত হন। মৃত্যুকালে তিনি ক্রাইস্টচার্চে লিংকন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্যারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...