Search This Blog

Friday, September 16, 2022

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা 

এস_আর_শহীদ

সাগর আকাশ মিলেছে যেখানে 

রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।। 

সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে

কি দারুণ সুখে না হারানোর নেই মানে।। 

হৃদয় কারে খুঁজে জানে সে জানে 

সুখের পরশ বুকেতে রাখিয়া তার পানে।।

ঘুরে ফিরে বার বার ফিরে আসা তার টানে

কি দারুণ অনুভূতি সঙ্গোপনে তার গানে।।

শুধাই শুধু তারে কেন থাকে সে অভিমানে 

এতো কথা বলা তাই সাগরের কানে কানে।। 

#এস_আর_শহীদ

   ১৭ সেপ্টেম্বর ২০২২

   রামু,কক্সবাজার

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...