Search This Blog

Sunday, March 3, 2019

ভালবাসা ভাল থাকুক অন্যের ঘরে।

মোঃ মাহফুজ আহমেদ।


ভালবাসা ভাল থাকুক  অন্যের ঘরে।
ভাল থাকুক সবকিছু সাইট থেকে ব্লক করা,ভালবাসার মানুষগুলো।  ভালবেসে না পেলে ভালবাসার শেষ নয়।
ভালবাসার মানুষ কে সুখি দেখে নিজের দুঃখগুলো ভুলে যাওয়ার নামই হয়ত ভালবাসা। ভালবাসা সব সময় প্রিয় মানুষটির কাছেই রয়ে যায়। যেমন থাকে আপনার মনে। ভালবাসার মানুষগুলোর জন্য দোয়া থাকে মনের অন্তস্থঃতল থেকে।
ক্ষমা করে দিও তোমার হতে পারলাম বলে দিন, যদি দেখা হয় চলার পথে।
-----------অভিমানি ভালবাসা। 

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...