Search This Blog

Thursday, March 28, 2019

এফ আর টাওয়ারে আগুন এবং আমাদের সচেতনতা

সংগ্রহ :
মোঃ মাহফুজ আহমেদ।



দুপুর ১.৩০ টার এর দিকে সুমন পাটোয়ারী ( Sumu Ahamed) ভাই ফায়ার সার্ভিস ভলান্টিয়ার গ্রুপে খবর দিলেন বনানীর এফ আর টাওয়ারে আগুন লেগেছে। তার কিছুক্ষণের মধ্যে বন্ধু আরিফ জানালো আমাদের এক বান্ধবীও ঐ বিল্ডিং এ আটকা পড়ে আছে।

আমি যেহেতু আরবান কমিউনিটি ভলান্টিয়ার, কম্প্রেহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর প্রশিক্ষক সুতরাং
তারাহুরো করে বের হলাম, স্পটে চলে গেলাম। ভয়াবহ অগ্নিকান্ড! কিন্তু তার চেয়েও ভয়াবহ অবস্থা হচ্ছে মোবাইলে ছবি তোলা আর ভিডিও করা অবস্থায় উৎসুক জনতার।

ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারে না, সিটি কর্পোরেশনের পানির গাড়ি প্রবেশ করার মতো জায়গা পায় না, আর পাব্লিক আছে তামাশা দেখতে। পুলিশের গরম পানি আর টিয়ারগ্যাস নিক্ষেপ করে জনতার ভীড় কমাতে হবে, তাই না?

ভবনে জরুরী নির্গমনের তেমন কোনো ব্যবস্থা নেই। জানালা অথবা করিডর নেই যা ব্যবহার করে ভবনের বাইরে দিয়ে নামার সুযোগ থাকবে। ভবনের নিজস্ব  অগ্নিনির্বাপন করার মতো যথেষ্ট সামর্থ্য নেই। রাজউকের অনুমোদনের তোয়াক্কা না করেই ভবন নির্মাণ করা। এসব নানান অসঙ্গতির ফল হচ্ছে বনানীর এতো বড় দুর্ঘটনা।

এবার নিজের কথা ভাবেন।
ভাই আপনি কি আপনার পাশের ফায়ার স্টেশনের নাম্বার জানেন? আপনার বাসায় অথবা অফিসে আগুন লেগেছে তা কি ফায়ার সার্ভিস জানে? আরে ভাই আপনার দায়িত্ব হচ্ছে আগুন বিস্তৃতি লাভের আগেই তা নিভানো এবং আপনার আওতার বাইরে যাওয়ার আগেই ফায়ার সার্ভিসকে জানানো। আমরা ক'জন জানি এটা?

আসুন সচেতন হই, প্রশিক্ষিত হই। অন্তত পক্ষে কাজ করতে না পারলেও কাজের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি না করি।


সাখাওয়াত স্বপন
নির্বাহী পরিচালক, Safety School

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...