Search This Blog

Sunday, January 20, 2019

আমরাই কুড়িগ্রাম



আমরাই কুড়িগ্রাম 

লেখক :শাহেন চিশতী 

উন্নয়নের ভাবনা নিয়ে অনেকের সাথে আমাদের দ্বিমত থাকতে পারে , আমাদের দৃষ্টিতে উন্নয়নের পূর্বশর্ত -

 (১) কুড়িগ্রামের সাথে ঢাকার সহজতম যোগাযোগ বাবস্থা হিসেবে সরাসরি ঢাকা - চিলমারী রেল যোগাযোগ বাবস্থা (২) আকাশ পথে অন্তত লালমনিরহাট বিমানবন্দর পুনঃরায় চালু করন (৩)নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ (৪) কুড়িগ্রামের বন্ধ হয়ে যাওয়া টেক্সটাইল মিল চালু করন ( ৫) স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল কে মেডিক্যাল কলেজে রুপান্তর ( ৬) শিক্ষা ক্ষেত্রে উপজেলা ভিত্তিক কয়েকটি কলেজে অনার্স কোর্স চালু করন ও জেলা সদরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন ।(৭) সকল উপজেলার সাথে জেলার ও স্থানীয় পর্যায়ে সকল রাস্তার অবকাঠামো উন্নয়ন ।

আমার ধারনা এই সব কাজ করতে পারলে আমাদের দারিদ্রের হার অনেকাংশে কমে যাবে । কুড়িগ্রামে বিনিয়োগ বাড়বে , আমরা সুখী - সমৃদ্ধ কুড়িগ্রাম দেখতে পাবো ।

আবার অনেকেই ভাবে - আমাদের উন্নয়নের অংশ ১০ টাকা কেজি চাল অথবা ন্যাশনাল সার্ভিস ।

তাদের সাথে আমাদের ভাবনাগত দ্বিমত থাকতেই পারে , তবে উনাদের ভাবনাকে ও আমরা সাধুবাদ জানাই । অন্তত এতোটুকু হলে ও কেউ আমাদের জন্য ভাবে ।

ঢাকায় বসে কুড়িগ্রামের সার্বিক উন্নয়নের জন্য ভাবে এখন এমন অনেক গুলি সামাজিক সংগঠন আছে ।

দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতেই পারে , তবে কুড়িগ্রামের সার্বিক উন্নয়নে আমরা একতাবদ্ধ , কেউ কারো প্রতিপক্ষ নই ।

তাদের ক্ষেত্রে আমাদের একটাই কথা " দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন  - কুড়িগ্রাম পরিবর্তন হবেই "।

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...