Search This Blog

Saturday, January 19, 2019

শহীদ আসাদের মৃত্যুর ৫০ বছর

আজ শহীদ আসাদের মৃত্যুর ৫০ বছর-
১৯৬৯ সালের ২০ জানুয়ারি ১১ দফা ও সকল রাজবন্দীর মুক্তির দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদ পূর্ব বাংলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ধর্মঘট আহ্বান করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও পরে মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল ঐদিন। অন্য দিকে গভর্নর মোনায়েম খানের প্রাদেশিক সরকার ১৪৪ ধারা জারি করে। ২০ জানুয়ারি সকাল থেকে সেনাবাহিনী, পুলিশ, ইপিআর বিশ্ববিদ্যালয় ঘিরে রাখে। বটতলায় সকালে সমাবেশ শুরু হয়। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এসে সমাবেশে যোগ দিতে থাকে। প্রায় দশ হাজার ছাত্রের সমাবেশ শেষে দুপুর বারোটার দিকে মিছিল বের করতে গেলে শুরু হয় সংঘর্ষ। টিআর সেল আর লাঠির আঘাতে বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এরি মধ্যে পুরোনো কলাভবনের সামনে থেকে একটি মিছিল বিশ্ববিদ্যালয় এলাকা ছেড়ে বেরিয়ে পড়ে। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে এম.এ শেষ বর্ষের ছাত্র আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ)। আসাদ পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (মেনন গ্রুপ) ঢাকা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। বাড়ি নরসিংদী। ছাত্র সংগঠনের পাশাপাশি তিনি কৃষকদের সংগঠিত করার লক্ষে কৃষক সমিতিতেও কাজ করতেন। আসাদ মিছিল নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজের পাশে চাঁনখার পুল এলাকা দিয়ে অগ্রসর হওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়। বাধা পেয়ে বিক্ষুব্ধ ছাত্ররা সেখানেই অবস্থান নেন এবং আইয়ুব খানের দুঃশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পুলিশ তাদের চলে যেতে বললেও তারা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। ঐ সময় এক পুলিশ ইনস্পেক্টর খুব কাছ থেকে আসাদকে লক্ষ করে তাঁর বুকে গুলি করলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পরেন আসাদ। হাসপাতালে নিলে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
আসাদের মৃত্যু সংবাদে ছড়িয়ে পড়লে ছাত্রদের সাথে সাথে শ্রমিক কৃষক সহ পুর্ববাংলার সকল শ্রেণি-পেশার সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। আসাদের রক্তমাখা শার্ট নিয়ে সন্ধায় ছাত্ররা মিছিল বের করেন। মিছিলে যোগ দেন হাজার হাজার স্বতঃস্ফ‚র্ত জনতা। মুহূর্তেই আইয়ুব গেট হয়ে যায় আসাদ গেট, আইয়ুব এভিনিউ হয়ে যায় আসাদ এভিনিউ, আইয়ুব পার্ক হয়ে যায় আসাদ পার্ক, শামসুর রাহমান লিখেন, ‘আসাদের শার্ট’ কবিতা।

আসাদের শার্ট / শামসুর রাহমান

গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের
জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট
উড়ছে হাওয়ায় নীলিমায় ।

বোন তার ভায়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে
নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো
হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষতায়
বর্ষীয়সী জননী সে-শার্ট
উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে ।

ডালীম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর- শেভিত
মায়ের উঠোন ছেড়ে এখন সে-শার্ট
শহরের প্রধান সড়কে
কারখানার চিমনি-চূড়োয়
গমগমে এভেন্যুর আনাচে কানাচে
উড়ছে, উড়ছে অবিরাম
আমাদের হৃদয়ের রৌদ্র-ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে,
চৈতন্যের প্রতিটি মোর্চায় ।

আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখন্ড বস্ত্র মানবিক ;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা ।


No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...