Search This Blog

Wednesday, April 24, 2019

স্বপনের কুড়িগ্রাম

(সংকলন)

মোঃ মাহফুজ আহমেদ।

কে বলে আমাদের কুড়িগ্রাম এর মানুষ চিন্তা ভাবনায় পিছিয়ে?আজ যে স্বপন ভাই এর কথা লিখছি এরকম আরো অনেক স্বপন ভাই আছে আমাদের কুড়িগ্রামে। একদিন তারা ঠিক ই পথ দেখাবে অন্যদের।

*********************************************

অগ্নিকান্ড, ভূমিকম্প ও জলবায়ু নিয়ে এক যুবকের স্বপ্ন নাম সাখাওয়াত হোসেন স্বপন। গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার এক প্রত্যন্ত  গ্রাম মংলারকুটিতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে লেখা-পড়া করা অবস্থায় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধীনে আরবান কমিনিউনিটি ভলান্টিয়ার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন ২০১১ সালে। তারপর কম্প্রেহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম-এর প্রশিক্ষক হিসেবে পুনরায় ফায়ার সার্ভিস থেকে ‘ট্রেইনিং অব ট্রেইনার্স’ কোর্সে অংশ নেন এবং সফলতার সাথে কোর্স সম্পন্ন করে প্রশিক্ষক হিসেবে কাজ করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সিডিএমপি সেলে। তাজরিন ফ্যাশনের অগ্নিকা-ে আগুন নেভানো এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সাথে ছিলেন তিনি। রানা প্লাজা দুর্ঘটনায় সদরঘাট ফায়ার স্টেশনের ভলান্টিয়ার লিডার হিসেবে উদ্ধার কাজেও ছিলেন সাখাওয়াত স্বপন। এরপর ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ইউএনডিপি-চীন-এর অর্থায়নে চীনের বেইজিং-এ ‘কমিউনিটি বেজড ডিজাস্টার ম্যানেজমেন্ট ইন এশিয়া’ নামক ওয়ার্কশপ করে এসেছেন। সা¤প্রতিক তিনি ‘সেফটি স্কুল’ নামে একটি সংগঠন চালু করেছেন। তার কথা অনুযায়ী সেফটি স্কুল এক ধরনের সামাজিক আন্দোলন, যার মাধ্যমে তিনি দেশের মানুষের মধ্যে অগ্নিকা-, ভূমিকম্প ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে চান। তিনি বলেন, বাংলাদেশে অগ্নিকা- ও ভূমিকম্প নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গুরু দায়িত্ব পালন করে থাকে, যেখানে তাদের কাজ করতে হয় মৃত্যুঝুঁকি নিয়ে। এজন্য তাদের প্রতি সবসময় দেশবাসীর সম্মান ও শ্রদ্ধা কামনা করেন তিনি। কিন্তু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর লোকবল যথেষ্ট নয়। লোকবল বৃদ্ধি করে স্টেশন বৃদ্ধি করা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সুবিধা বাড়িয়ে দেয়া এখন সময়ের দাবি।      যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পোশাক শিল্প অথবা অন্যান্য শিল্প প্রতিষ্ঠান বা সংগঠন তাকে ডাকলেই তিনি চলে যান এবং কথা বলেন অগ্নিকা-, ভূমিকম্প ও জলবায়ু নিয়ে। সাম্প্রতিক সময়ে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, ক্রিটিক্যালিংক, ভুলতা সমবায় মার্কেট, বছিলা প্রাথমিক বিদ্যালয়, মডেল লাইভ স্টক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি এসব বিষয়ে ওয়ার্কশপ করিয়েছেন। নিজ জেলা কুড়িগ্রামের কয়েকটি স্কুল ও কলেজে এসব বিষয়ে কথা বলেছেন। গিয়েছিলেন বলদিয়া হাই স্কুল, বলদিয়া ডিগ্রি মহাবিদ্যালয় এবং শাহীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার্থীদের সাথে কথা বলেন অগ্নিকা-ের কারণ, অগ্নিকা-ে করণীয়, জলবায়ু পরিবর্তন এবং ভূমিকম্প ব্যবস্থাপনা নিয়ে। গত ২৪ ফেব্রুয়ারি কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ক্লাবে। আলোচনা করেন অগ্নিকা- ও ভূমিকম্প নিয়ে। তিনি জানান, জাইকা’র গবেষণা অনুযায়ী ঢাকায় ৭ মাত্রার অধিক মাত্রায় ভূমিকম্প হলে প্রায় ৭২ হাজার ভবন ধসে পড়বে, বিশ্লেষক ও গবেষকদের মতে, ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হবার সম্ভাবনা রয়েছে । তাই দেশের মানুষকে এ বিষয়ে সচেতন করে তোলা খুবই জরুরি এবং এ লক্ষ্যে তাঁর ‘সেফটি স্কুল’ কাজ করে যাচ্ছে যার স্লোগান হচ্ছে safety first, safety must, যেখানে তার সাথে কাজ করছেন প্রায় ১৫ জন প্রশিক্ষিত যুবক-যুবতী। সরকারি-বেসরকারি সুযোগ ও সহযোগিতা পেলে তিনি যেতে চান দেশের সব শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানে, কথা বলতে চান অগ্নিকান্ড, ভূমিকম্প ও জলবায়ু নিয়ে। সাখাওয়াত স্বপন স্বপ্ন দেখেন একটি নিরাপদ বাংলাদেশের, তিনি বলেন তাঁর সাথে যে কেউ যোগাযোগ করতে পারেন ইমেইল shakhawat2511@gmail.com অথবা safety school-Gi Awdwmqvj page -এ।

অনলাইন নিউজ পোর্টাল থেকে নেয়া

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...