Search This Blog

Wednesday, February 20, 2019

মাদক মুক্ত কুড়িগ্রাম বির্নিমানে অংশীদার হই।

সবার দৃষ্টি আকর্ষন করছি...

শিশির সরকার

আমার বাড়ী কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার, মিনাবাজার নামক স্থানে,আমাদের একটি সামাজিক সংগঠক আছে নাম "গ্রীন ফিল্ড"  সবার জন্য আমরা, ইদানিং সরকারের বিভিন্ন মাদক বিরোধী কার্যক্রমে মাদকের প্রভাব অনেক কমলেও তা পুরোপুরি কমছে না।আর যেটুকু বাকী আছে, আমরা আশা করছি  তা সামাজিক আন্দোলনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব, তাই গ্রীন ফিল্ড এর উদ্দোগে আগামী ২৬-০৩-২০১৯ ইং তারিখে  মিনাবাজার -কুড়িগ্রাম -মিনাবাজার,অথবা মিনাবাজার -উলিপুর -মিনাবাজার পযর্ন্ত(এখনো সিদ্ধান্ত হয়নি,এতে সবার মতামত কামনা করছি) একটি মাদক বিরোধী সাইকেল র‍্যলি করতে চাচ্ছি যার পরিমান হবে ১০০+ সাইকেল ,এতে সকলের সহযোগীতা ও কিছু সংখ্যক পৃষ্ঠপোষক কামনা করছি।আসুন আমাদের তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি এবং মাদক মুক্ত কুড়িগ্রাম বির্নিমানে অংশীদার হই।

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...