Search This Blog

Wednesday, February 20, 2019

স্কুল অফ ইঞ্জিনিয়ারস

Proud to be a Civil Enginear.

একজন ইঞ্জিনিয়ারকে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, প্রকৌশলী হওয়ার জন্য আপনি কেন গর্ববোধ করছেন? তিনি হাসলেন এবং বললেন, একজন আইনজীবীর আয় বাড়ে দেশে খুনাখুনি, অপরাধ ও মামলা বৃদ্ধির সঙ্গে৷ আর একজন ডাক্তারকে যদি জিজ্ঞেস করেন কেমন আছেন? যদি উত্তর পান ভাল নেই, মানে দেশের মানুষের রোগ শোক হচ্ছে না৷ তাই উনার মন খারাপ৷ কারণ ডাক্তারের আয় বাড়ে মানুষের অসুস্থতা বৃদ্ধির সঙ্গে৷
কিন্তু একজন প্রকৌশলীর আয় বৃদ্ধি পায় মানুষের এবং জাতির সমৃদ্ধির সঙ্গে৷ দেশ এগিয়ে গেলে সব ধরনের অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড বাড়ে, আমাদের আয়ও বাড়ে৷ সে কারণে আমরা গর্ব অনুভব করছি৷
আর দেখেন ডাক্তার তার আইডেনটিটির জন্য গলায় বা হাতে স্টেথোস্কোপ লাগিয়ে রাখে৷ আইনজীবী হাতে ফাইল রাখে৷ শিক্ষক খাতা কলম চক নিয়ে থাকে৷ আপনারা সাংবাদিকরাও কম না৷ গলায় ক্যামেরা বা হাতে কলম নিয়ে রাখেন৷ কিন্তু আমাদের কিচ্ছু লাগে না৷ আমাদের সব কিছু থাকে মাথার ভেতর৷ সেটাই একজন প্রকৌশলীর পরিচয়।

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...