Search This Blog

Sunday, February 3, 2019

কুড়িগ্রাম সোসাইটির সফল আলোচনা সভা, কুড়িগ্রামের উন্নয়ন।

আলহামদুলিল্লাহ্।
 শাহেন চিশতী


কুড়িগ্রাম সোসাইটি - ঢাকা কর্তৃক আয়োজিত “কুড়িগ্রামের উন্নয়ন
, প্রতিবন্ধকতা ও উত্তরনের পথ শীর্ষক আলোচনা সভা ও ভাওয়াইয়া গান” অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথিসহ সকল অতিথি, আগত ও অনাগত আমার প্রিয় কুড়িগ্রামবাসী, সোসাইটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি । আশা করবো ভবিষ্যতেও আমাদের আহ্বানে আপনারা এভাবেই সাড়া দিবেন।
আসুন আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যাই সবার নিজ নিজ অবস্থান থেকে ।
গতকাল অনুষ্ঠান চলাকালীন একটু রুমের বাইরে বের হয়েছিলাম , আমাদের অনুষ্ঠান স্থলের পাশেই, পাশে দেখলাম ভবনের লিফট্মান, ইলেক্ট্রিশিয়ান , পিওন দাঁড়িয়ে আছেন , আমাকে বলল ভাই চা খাবেন ? উত্তরে সম্মতি দিলাম । চা খেতে খেতে ওদের থেকে একজন বলল , ভাই আপনাদের কপাল । কেন ভাই ? উত্তরে জানালো - ভাই , আপনারা একজন মন্ত্রী পেয়েছেন , মাটির মানুষ । আমরা যদি এমন একজন মানুষ, মন্ত্রী হিসেবে পেতাম ।
গর্বে বুকটা ভরে উঠলো ,কুড়িগ্রামের মানুষ হিসেবে আমি গর্বিত । " জেগে ওঠো - কুড়িগ্রামবাসী" এখনই সময় আমাদের ।

অশেষ কৃতজ্ঞতায়-
সাধারন সম্পাদক
কুড়িগ্রাম সোসাইটি-ঢাকা

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...