Search This Blog

Friday, February 1, 2019

আপনিও হতে পারেন দক্ষ ভলান্টিয়ার

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, সেফটি স্কুল (Safety School) ভলান্টিয়ার তৈরির লক্ষ্যে  ভলান্টিয়ার সংগ্রহ করতে যাচ্ছে। নির্বাচিত ভলান্টিয়ার কে ফ্রি প্রশিক্ষণ দেয়া হবে, যারা ঢাকায় একটি টিমে কাজ করবে। পরবর্তীতে সেফটি স্কুলের প্রশিক্ষক হিসেবে কাজ করার সুযোগ থাকবে।

সেফটি স্কুলের কাজের পরিধিঃ

১। অগ্নিকাণ্ডে নিরাপত্তা এবং অগ্নি নির্বাপণ
২। ভূমিকম্প ব্যবস্থাপনা
৩। জলবায়ু পরিবর্তন
৪। জরুরী উদ্ধার পদ্ধতি
৫। প্রথমিক চিকিৎসা।

আগ্রহীদের যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
আগ্রহীরা কমেন্ট করতে পারেন, ফোন করতে পারেন অথবা ইমেইল করুন-

যোগাযোগঃ 01710264982, 01614560032
E-mail: safetyschool2015@gmail.com,
             shakhawat2511@gmail.com


No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...