Search This Blog

Friday, February 1, 2019

কুড়িগ্রামের উন্নয়ন, প্রতিবন্ধকতা ও উত্তরনের পথ শীর্ষক আলোচনা

এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১লা ফেব্রুয়ারি কুড়িগ্রাম সোসাইটির আয়োজনে "কুড়িগ্রামের উন্নয়ন, প্রতিবন্ধকতা ও উত্তরনের পথ শীর্ষক আলোচনা ও ভাওয়াইয়া গান পরিবেশন" শীর্ষক অনুষ্ঠান উপলক্ষে জনপ্রতিনিধিদের দৃস্টি আকর্ষন করে কুড়িগ্রামের উন্নয়ন এর উদ্দেশ্য যদি বক্তব্য দিতে ইচ্ছুক হন তাহোলে আগামী বৃহস্পতিবারের মধ্যে আপনার লিখিত বক্তব্য যাচাইপুর্বক সমন্বয় সাধনের জন্যে সাধারণ সম্পাদক বরাবর প্রেরণ করার জন্যে অনুরোধ করা হইল ।সময় সল্পতার কারনে আমাদেরকে যাতে একই বিষয় বারবার উপস্থাপিত না হয়।এবং সব বিষয় এ যেন গুরুত্ববহ হয় তাই রিপিটাইজেশন এরানোর লক্ষে সবার দৃস্টি আকর্ষন করছি।

সকলের বক্তব্য যেন বাহুল্যবর্জিত , অরাজনৈতিক ,অহিংস, ও তথ্যবহুল হয় সে ব্যাপারে সবার সহযোগিতা কাম্য ।

কুরিগ্রাম সোসাইটির যে সকল কার্যকরী কমিটির পদস্থ সদস্য গনের নাম ইতিমধ্যে তাদের টপিক্স সহ নির্ধারণ করা হইয়াছে তাহারাও উক্ত নোটিসের অন্ত্ররভুক্ত।

সবার বক্তব্য অবশ্যই ৩১/০১/২০১৯ বিকাল ৩ টার মধ্যেই সাধারণ সম্পাদকের মেইল, মেসেঞ্জার,হোয়টস এপ, ও সরাসরি হাতে পৌঁছানোর জন্যে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। এর পরে যে কেউ বক্তব্য দিতে চাইলে সেটার গ্রহণযোগ্যতাপ্রায় শুন্যর কাছাকাছি হবে।

অনুরোধক্রমে

সাধারণ সম্পাদক ।
কুড়িগ্রাম সোসাইটি।

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...