অনিন্দ্য চক্রবর্তী শুভ। রথীনদা ও লক্ষ্মীদির (রথীন চক্রবর্তী ও লক্ষ্মী চক্রবর্তী) একমাত্র ছেলে। শুভ ছাত্র ইউনিয়ন করতো। বিপ্লবের স্বপ্ন ছিল বুকে। এ স্বপ্ন কখন যে আগুন হয়ে উঠলো কউ তা জানলো না। কিন্তু ছাত্র ইউনিয়ন দিয়েতো আর বিপ্লব হবে না। তাই শুভ বিপ্লবী সংগঠনের খোঁজে বেরিয়ে পরে। খুঁজতে থাকে সে রকম সংগঠন। এক সময হয়তো পেয়েও যায়।
২০০৫ সালের ১৬ জানুয়ারি বাসা থেকে বের হয়ে যায় শুভ। তারপর আর ফেরেনা। আজ পর্যন্ত কোনো খোঁজ মিলেনি তার। আজ বিপ্লবের আগুন বুকে রাখা সেদিনের কিশোর অনিন্দ চক্রবর্তী শুভর নিখোঁজ হওয়ার ১৪ বছর।
২০০৫ সালের ১৬ জানুয়ারি বাসা থেকে বের হয়ে যায় শুভ। তারপর আর ফেরেনা। আজ পর্যন্ত কোনো খোঁজ মিলেনি তার। আজ বিপ্লবের আগুন বুকে রাখা সেদিনের কিশোর অনিন্দ চক্রবর্তী শুভর নিখোঁজ হওয়ার ১৪ বছর।
No comments:
Post a Comment