Search This Blog

Friday, January 11, 2019

বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান

আজ বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের (৩ ডিসেম্বর ১৯২৮ - ১১ জানুয়ারি ২০১৪ ) পঞ্চম মৃত্যুবার্ষিকী। তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তথা দেশের অন্তবর্তীকালীন সরকার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন। হাবিবুর রহমান তাঁর মেধা ও পাণ্ডিত্য দিয়ে 'জাতির অভিভাবক' স্বরূপ মর্যাদা লাভ করেছিলেন। তিনি একাধারে গবেষক, লেখক, শিক্ষাবিদ, আইনজীবী, রবীন্দ্র বিশেষজ্ঞ, ভাষাসৈনিক, অভিধানপ্রণেতা। তাঁর গবেষণার অন্যতম ফসল কোরআন শরিফের কাব্যময় বাংলা অনুবাদ এবং কোরআন শরিফের বিষয়ভিত্তিক উদ্ধৃতি নিয়ে লেখা ‘কোরানসূত্র’। প্রবন্ধ, কবিতা, গদ্য সহ তিনি ৭০ টিরও বেশি গ্রন্থ রচনা করেছেন। তিনি বাংলা একাডেমি পুরস্কার ও একুশে পদক পেয়েছেন।
ছবিঃ ২০০১ সালে ত্বকীর সাথে আমার বাসায় ও ২০১১ সালে ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে “ভিঞ্চি পিকাসো হুসেন সুলতান ও অন্যান্য” ও “শিল্পের ঘর বসতি” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান।

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...