Search This Blog

Friday, January 11, 2019

প্রথম ও শেষ ভালবাসা

১. প্রথম দেখা হয়েছে ২০০৯ সালের শেষ সময় যখন বন্ধুর জন্য তাকে প্রস্তাব দিতে যাই কিন্তু সে রাজি হয়নি,  তাই আমরা আর তার সাথে কোন যোগা যোগ করিনি, ২. ভাল ভাবে আবার দেখা হয় যখন ২০১৩  সালের এপ্রিল  মাসে, আবার  অন্য এক বন্ধুর জন্য অন্য এক মেয়েকে প্রস্তাব দেয়ার সময়, সেখানে সেও ছিল, কিন্তু আমি তাকে সত্যিই চিনতে পারিনি। সে আমাকেই প্রেম প্রস্তাব  করে, জিবনের প্রথম ভালবাসার প্রস্তাব তাই সময় নিয়ে ১৭ এপ্রিল একটি হোটেলে নিয়ে গিয়ে তার প্রস্তাব গ্রহন করি। ৩. সে ২০১৭ সালে তার ক্যারিয়ার ভাল করার জন্য ভালভাবে লেখা পড়া করার কথা বলে, এখন অন্য একজনকে ২০১৮ সালের ডিসেম্বর মাসে বিয়ে করে আল্লাহর রহমতে ভালই আছে। আমি এটাই চাই সে সারাজিবন ভাল থাক। ৪. আজও বলব, সারাজিবনও বলব ভালবাসি তোমায় আমি আগের মতই করে। (সংক্ষিপ্ত)

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...