Search This Blog

Wednesday, June 17, 2020

যাদের ছোট ছোট বাচ্চা আছে, তারা একটু ভেবে দেখুন তো দিনের মধ্যে আপনার বাচ্চাটা আপনাকে কয়বার আব্বু/আম্মু বলে ডাকে! একটু চোখের আড়াল হলেই ডাকাডাকি শুরু করে। সারাদিন আপনার মনের কোনে চিন্তা চলতে থাকে, নিজের বাচ্চাকে কি খাওয়াবেন, কখন ঘুমাবে, কোথায় পড়াবেন, কোথায় ঘুরাতে নিয়ে যাবেন, কি কিনে দিবেন।
আর একটি মা-বাবা হারা বাচ্চা?
কিভাবে থাকে?
কোথায় থাকে? কী খায়? কোথায় ঘুমায়, অসুখ হলে কে সেবা করে? এগুলো নিয়ে কি আমরা ভেবেছি কখনো???
লক্ষ লক্ষ বাচ্চারা চরম অবহেলায়, অনাদরে, মানুষের নিষ্ঠুর ব্যবহার সহ্য করে বেচে থাকে!
১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে WORKS FOR HUMANITY এর #DONATE_LOVE_SPREAD_HAPPINESS টিম ভালোবাসা নিয়ে যাবে নরসিংদীর কিছু অসহায় এতিম বাচ্চাদের কাছে। হয়তো বড় কিছু করা যাবেনা। অন্তত একদিন তাদের সাথে থাকবে, খাবে, আড্ডা দিবে। তাদের বুঝতেই দিবে না যে তাদের কেউ নেই!
আপনিও সামান্য পরিমাণ ডোনেট দিয়ে যোগ দিতে পারেন আমাদের সাথে। আপনার উপস্থিতি তাদের জন্য কতোটুকু আনন্দের হবে তা একটু চিন্তা করে দেখুন।
যোগাযোগ দিবেন যেভাবেঃ
১) ভলান্টিয়ারঃ ভলান্টিয়ার হতে হলে আপনাকে ২৫০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
প্রোগ্রামের দিন ভলান্টিয়ার হিসেবে পাচ্ছেন টিশার্ট, সার্টিফিকেট, লাঞ্চ।
একাধিক শিশুর খাবারের দায়িত্ব নিতে চাইলে আপনাকে দিতে হবে যথাক্রমে ৩৫০/৪৫০/৫৫০ টাকা (উদাহরণঃ দুইটি শিশুর দায়িত্ব নিলে ২৫০+১০০=৩৫০ টাকা। তিনটি শিশুর দায়িত্ব নিলে ২৫০+১০০+১০০=৪৫০ টাকা)।
২) ডোনারঃ ন্যূনতম ৫০০টাকা দিয়ে এই আয়োজনে ডোনার হিসেবে বাচ্চাদের আনন্দে অংশ নিতে পারেন আপনি।
৩) আয়োজনে স্বশরীরে উপস্থিত হতে না পারলে ১০০টাকা দিয়ে একটি শিশুর খাবারের দায়িত্ব নিতে পারবেন যে কেউ।
আগ্রহী শুভাকাঙ্ক্ষীগন এই পোস্টে কমেন্ট করে অথবা মেসেজ ও কল করে যোগাযোগ করুন।
মোবাইল নাম্বার -
01787912497(বিপুল)
0175535651(আরিফুল ইসলাম )
01731810092 (শাহ আলম)
স্থানঃ (নরসিংদী সিটি কলেজের বিপরীতে)নরসিংদী পৌর পার্ক।
#LoveForOrphan
#DLSH19
#WorksForHumanity

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...