উলিপুরে আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন ।। আব্দুল মালেক ।।
উলিপুরে আন্তঃনগর ট্রেনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি ২০১৯) সকাল ১১ টায় উপজেলার বড় মসজিদ মোড়ে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সুজন উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, জেলা আহবায়ক গণকমিটির সদস্য মাসুম করিম, গণকমিটির উলিপুর সভাপতি আপন আলমগীর, সাধারণ সম্পাদক নুর আমিন। এ সময় বক্তারা অবিলম্বে চিলমারী থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চালু করার দাবি জানান। সংগঠনটি গত ৭ বছর ধরে আন্তঃনগর ট্রেনের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছেন।
thikkkkkkkk
ReplyDelete