Search This Blog

Friday, February 22, 2019

আমি ঠিক হব,ঠিক করবো দেশ।

মোঃ মারুফ (ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়)

ঘটনা ১ঃ ব্রিজ মোড় থেকে মেডিকেল যাচ্ছি অটোতে,মাঝখানে রেলক্রসিং এ পড়ে গেলাম।
অটোচালক বাম সাইড ক্রস করে ডানে দাড়াচ্ছিল জন্যে বললাম যে ওপাশ থেকে গাড়ি আসতে দেবেন না?এ পাশেই দাড়ান।

একটু রাগ হয়ে বলায় আর চালক অল্প বয়স্ক হওয়ায় সাহস না পেয়ে বামেই দাড়ালো।

একটু পর পিছনের আরেক অটো পাশ কাটিয়ে সামনে ডানে দাড় করালো।তাকেও একি কথা বললাম,
সে উত্তর দিল, আমারে কইয়া লাভ আছে,ওই পাশে দেহুইন্না?

আমি বললাম, অন্যজন করলে আপনিও করবেন?

অটোতে কতিপয় ভদ্রলোক ছিলেন তার একজন বললেন এগুলা বইলা লাভ নাই,বাংলাদেশে এমনেই চলতে হয়?
সবাই হেসে সমর্থন দিল।

একটু পর আমাদের  চালক বললো হেইনা এট্টু রাস্তা তার মধ্যে ফির বাস ঢুকে,রাস্তা বড় করেনা,জ্যাম হইবোনা ক্যান?

আমাদের অটোতে স্যুট পড়া ভদ্রলোক উত্তর দিলেন,

রাস্তা বড় করার কোন দরকার নাই।
রাস্তা বড় করলে যানবাহন বাড়ে,আর কার বাপের জমি কে ছাড়বো রাস্তার জন্য? বাড়ি ভাইঙা রাস্তা করার কোন মানেই নাই।

ঘটনা ২ঃআমার  মেজো খালা ঢাকায় বাসা ভাড়া থাকেন প্রায় বছর ছয়েক।
বাসাটি মানিকদি মসজিদ মোড় থেকে একটু ভিতরে,প্রায় ৫ মিনিট হাটতে হয়।
থাকেন ৫ তলায়।

একদিন রাতে আমি খালার বাসায় যাচ্ছি গলি দিয়ে,অন্ধকারে ধাক্কা খেলাম একজনের সাথে,
 গলিটা এমনি চিকন যে একসাথে দুইজন হেটে যাওয়া যায়না।

ধাক্কা খাওয়ার পর মনে হইছিল আচ্ছা এরা কি বাড়ি করার আগে রাস্তার কথা ভাবেনা?মরলে যে খাটিয়া করে লাশ বের করতে হবে সেটাও কি মাথায় থাকেনা?

আজ চকবাজারের আগুনের ছবি আর হাহাকার করা ছবি গুলো দেখে একেকজন হা হুতাশ করছি,দোষারোপ করছি

সরকার কেনো রাস্তা বড় করেনা,কেন আবাসিক এলাকা থেকে গোডাউন কেনো সরায় না,ফায়ার সার্ভিস লেট কেন?সরকার কি করে?

আমলা মন্ত্রীকে মুখ দিয়ে একদম ধুয়ে দেই।

এই আমরাই আবার সরকার যখন রাস্তা বড় করতে আসে তখন বাধা দেই,
আন্দোলন করি আমার বাপের জমি আমি ছারবোনা,জমি ছাড়ার আগে আমাদের কবর দিতে হবে এখানেই।

আমার জায়গায় আমি কি করি করি, সরকারের কি?
গোডাউন দেইনা ল্যাট্রিন দেই সরকারের কি?খায়া কোন কাজ কাম নাই সরকারের?

প্রত্যেকটা ইঞ্চি যায়গা আমরা নিজেদের কাজে ব্যবহার করতে চাই।
ফলাফল একেকটা ভবনের সাথে জড়াজড়ি করে আরেকটা ভবন।
রাস্তার জন্য জায়গা না রেখে দরকার হলে রাস্তাটাও ব্যবহার করি গাড়ি পার্কিং এর জন্য।
তবু আরেকটা ইউনিট করতে হবে ফ্লাট এর।ভাড়া দিতে হবেতো।

আবার এই আমরাই সরকারি  অফিসে বসে ঘুষ খেয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে বিল্ডিংয়ের অনুমতি দেই,

আবার আমরাই কিন্তু ঐ নিয়ম এর তোয়াক্কা না করে গড়ে ওঠা বিল্ডিং ভাড়া নেই।দুর্ঘটনায় পড়ি,আহত হই,মারা যাই।কিন্তু শিক্ষাটাই নেইনা।

আবার যখন আমাদেরই কেউ মারা যায় আহাজারি করি আর দোষ দেই সরকারের।গালাগালি করি সরকারকে..

দোষ সরকারের আমি অস্বীকার করছিনা।

কিন্তু সরকার তো একজন মানুষ নয়,
আমরা প্রত্যেকেই সরকারের অংশ।

প্রত্যেকটা মৃত্যুর পিছনে আমার আপনার প্রত্যেকের দায় আছে,সরকারের পিয়ন থেকে কর্মকর্তা পর্যন্ত আমি আপনিই জড়িত।
আপনার আমার বাবা, ভাই,  চাচা, মামা, বোন , দুলাভাই,মা,চাচি, কেউনা কেউ জড়িত।
আমরাই ঘুষ খাই,বিল্ডিং বানাই।
নিজের বেলায় নিয়মনীতি ভুলে যাই,কাজ হলেই হল।

আবার কিছু হয়ে গেলে মুখে ফেনা তুলে ফেলি প্রতিবাদ করতে করতে।

ফলাফল আখেরে কোন লাভই নাই,রাস্তা দিয়ে ফায়ারসার্ভিস এর গাড়ি ঢুকবেনা,জ্যাম এ এম্বুলেন্স এ আমরাই আটকা পড়ব,দুর্ঘটনায় আমরাই মারা যাব।

পরিবর্তন হবেনা,কোনদিন ও হবেনা, যতদিন না আপনি নিজে চান মন থেকে,যতদিন না আপনি নিজেকে পরিবর্তন করছেন।তাই মুখে ফেনা না তুলে মনটাকে একটু ফেনা তুলে পরিষ্কার করা দরকার। হয়তো আমি আপনি পরিবর্তন দেখে যেতে পারবো না কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে অন্তত এমন মৃত্যু দেখে চোখের পানি ফেলতে হবেনা।😔

তাই সময় এসেছে নিজেদের বদলানোর।

আমি আপনিই  সরকার।

চলেন নিজে বদলাই দেশ বদলে যাবে।
দোষটা অন্যের ঘাড়ে না চাপিয়ে নিজে চেষ্টা করি।

অঙ্গিকার করি,
আমি ঠিক হব,ঠিক করবো দেশ।
#lets_change_ourselves

1 comment:

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...