Search This Blog

Wednesday, February 13, 2019

হে বসন্ত প্রিয় পরি


         তোমার অপেক্ষায় আজও, হে বসন্ত প্রিয় পর।
                   মো মাহফুজ আহমেদ
তুমি আসবে বলে আজ, এসেছে বসন্ত,
আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক।’ পুরো বাংলাই আজ যেন তাই। এতদিন ধরে যার অপেক্ষা, সেই বসন্ত আজ সমাগত। আজ যে পহেলা ফাগুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন।
তুমি আসবে বলে আমি জেগেছি নিশি,  আর গুনেছি দিন।

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...