তোমার অপেক্ষায় আজও, হে বসন্ত প্রিয় পর।
মো মাহফুজ আহমেদ
তুমি আসবে বলে আজ, এসেছে বসন্ত,আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে গাছে, তার তলে ভালোবেসে বসে আছে বসন্তপথিক।’ পুরো বাংলাই আজ যেন তাই। এতদিন ধরে যার অপেক্ষা, সেই বসন্ত আজ সমাগত। আজ যে পহেলা ফাগুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন।
তুমি আসবে বলে আমি জেগেছি নিশি, আর গুনেছি দিন।
No comments:
Post a Comment