সংসার এক অসীম সাগরের নাম যার সুনির্দিষ্ট সংঙ্গা দেওয়ার মত যোগ্যতা আমার হয়নি। আমার প্রথম "সংসার" নামক এই অসীম সাগরে ডুব দিতে ইচ্ছে করেছিল আমার মা-বাবার সংসার দেখে। সেই সংসারে যেমন দুঃখ আছে, কষ্ট আছে, অভাব আছে, হাহাকার আছে, তেমনি ভাবে আছে ছোট ছোট আনন্দ, আছে বিশ্বাস, আস্হা, নির্ভরশীলতা, সম্মান আর এ সব কিছুর সংমিশ্রণকেই হয়তো ভালবাসা বলে।
এই সংসার থেকে আমি ভালবাসার গভীরতা বুঝেছি, ভালবাসতে শিখেছি। আমার আজ যা কিছু, আমি আজ যা কিছু তার সবটুকু এই সংসার থেকেই। দীর্ঘ ৩২ বছর ধরে এই সংসারকে তিলে তিলে গড়ে তুলেছে যে দুইজন, তাঁদেরকে তাঁদের একসাথে পথচলার ৩৩তম বছরে পদার্পণে অনেক অনেক শুভকামনা
No comments:
Post a Comment