Search This Blog

Saturday, January 5, 2019

"ফারুক"(বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান)

গ্রাম বাংলার মানুষের সাড়া জাগানো প্রিয় নায়ক "ফারুক"(বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান) এমপি ভাই কে,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,জেলা শিল্পকলা একাডেমি তথা কুড়িগ্রাম বাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।এই ফারুক ভাই কে ২০০৪ সালে দেশের চরম দুঃসময়ে কুড়িগ্রাম নিয়ে এসেছিলাম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে।শ্রদ্ধাভরে স্মরণ করি তৎকালীন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মরহুম আব্দুল জলিল সাহেবকে যিনি ঐ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন।ঐ অনুষ্ঠানে সারা জেলার ৩৩ জন গুণি মানুষকে সম্মাননা দেয়া হয় এবং সমবেত হাজার হাজার মানুষকে সন্ত্রাস জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহবান জানানো হয়েছিল এবং ঐ সময় অনুষ্ঠানটি সারা জেলায় আলোড়ন সৃষ্টি করেছিল।যা এখন শুধুই স্মৃতি।

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...