Search This Blog

Thursday, January 24, 2019

বাংলাদেশ লিবারেল এসোসিয়েশন শ্যাডো পার্লামেন্ট "

জেনে নিন "বাংলাদেশ লিবারেল এসোসিয়েশন  শ্যাডো পার্লামেন্ট  " সম্পর্কে। 


তারুণ্যের হাত ধরে বদলে যাক বাংলাদেশ। পৌঁছে যাক সুখী, সমৃদ্ধি আর শিল্পের সর্বোচ্চ চূড়ায়। পরিবর্তনের স্লোগানে তারুণ্যের বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই ভীন্ন  প্রয়াস। আমরা একটি ছায়া সংসদ করতে যাচ্ছি । দেশের জাতীয় সংসদ  যেভাবে পরিচালিত হয় ঠিক সেভাবেই এই সংসদ  পরিচালিত হবে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আমাদের এই সংসদে একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রী, একজন স্পিকার, একজন ডিপুটি স্পীকার, একজন চীফ হুইপ, হুইপ, বিরোধী দল, সরকারি দল, এমপি, মন্ত্রী, ট্যাকনোক্র‍্যাট মন্ত্রী,  সংরক্ষিত আসন , সংসদীয় আসন সব থাকবে। 

পেশাভিত্তিক এই যুব ছায়া সংসদ জাতীয় সংসদের নানা ক্ষেত্রে যৌক্তিক মতবাদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে  ।  ১৮ থেকে ৩৫ বছরের যেকোন স্নাতক অথবা স্নাতক অধ্যরত তরুণ, যারা দেশ ও মানুষের জন্য নিবেদিত হতে চান সেই সমস্ত রাজনীতি সচেতন দেশপ্রেমিক যুক্ত হতে পারেন এই সংসদে।

এই সংসদে দেশের প্রত্যেকটা সংসদীয় আসন থেকে একজন করে তরুণ  এমপি থাকবেন।  একজন রাজনীতি সচেতন শিক্ষিত তরুণ,  শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক , ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, কৃষক, শ্রমিক, সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মী, গবেষক,  এবং  বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত বিভিন্ন শ্রেণী পেশার  তরুণ  এই সংসদের  সাংসদ  নির্বাচিত  হবেন ।

নির্বাচিত সাংসদ সংসদের অধিবেশনে যোগ দিবেন এবং তার এলাকার নানা সমস্যা, সম্ভাবনা তুলে ধরবেন। তার এলাকায় সরকারের গৃহীত নানা পদক্ষেপ তুলে ধরবেন, এলাকার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের সাথে যোগাযোগ রাখবেন । ছায়া সংসদের মধ্য দিয়ে তিনি তৃণমূল, অবহেলিত জনগোষ্ঠীর  জীবন চিত্র তুলে ধরবেন স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে।

সংসদে বাজেট অধিবেশন, বিশেষ অধিবেশন এবং সাধারণ অধিবেশনসহ সব অধিবেশন বসবে। অধিবেশনে দেশের নানা জাতীয় ইস্যু নিয়ে পক্ষে বিপক্ষে যৌক্তিক বিতর্ক চলবে। সংসদের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করবেন। বিএলএর বিভিন্ন এনালাইসিস টিমের গবেষণা লব্ধ তথ্য উপাত্ত পুনঃ বিশ্লেষণ করে এখানে বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরবে সাংসদগন। দেশের বিদ্যমান নানা সমস্যার সমাধান কোন প্রক্রিয়ায় করা যায় সে পন্থা প্রস্তাবিত হবে সংসদে।   আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা থাকবে। সেই পরিকল্পনা  মোতাবেক আমাদের বাজেট অধিবেশন বসবে, এবং নির্দিষ্ট খাতওয়ারি বিল পাশ হবে। পাশ হওয়া বিল নির্ধারিত সংসদ সদস্য তার  কমিউনিটি পরিষদের মাধ্যমে বাস্তবায়নে উদ্যোগী হবেন।

সংসদের প্রত্যেকটা অধিবেশন আমাদের নিজস্ব ফেসবুক পেইজ, ওয়েব পেইজ এবং ইউটিউব ও প্রচার মাধ্যম থেকে লাইভ টেলিকাস্ট হবে  যাতে সবাই এই ছায়া সংসদে উঠে আসা নানা যৌক্তিক তর্ক, বিতর্ক এবং  গৃহীত  সিদ্ধান্তাবলী দেখার সুযোগ পায়।  সেই সাথে এখানে প্রস্তাবিত ও আলোচিত  বিষয়গুলি নিয়ে জাতীয়ভাবে সচেতনতা তৈরি হয় । নির্দিষ্ট বছর পর্যন্ত এই সংসদ স্থায়ী হবে এবং মেয়াদান্তে আবার নতুন সংসদ গঠিত হবে।

সংসদের প্রত্যেকটি অধিবেশনে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আমন্ত্রিত হবেন এবং এখানে উথাপিত ও গৃহীত  সিদ্ধান্তাবলীর অনুলিপি প্রেরিত হবে জাতীয় সংসদের স্পিকারের কাছে। আমাদের যুব সংসদের প্রতিনিধি টিম দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নিকটও  অনুলিপি প্রদান করবেন। যোগ দিবেন বিশ্বের নানা দেশের যুব সংসদের অধিবেশনে।


page link : https://www.facebook.com/groups/BangladeshLiberalAssociation/?ref=share

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...