Search This Blog

Monday, January 7, 2019

বাবা হারানোর কষ্ট

শামিম

তারিখঃ ২৬/১২/২০১৮ইং
সন্ধ্যাঃ       ৫ঃ২০ মিনিট
বাবা হারানোর কষ্ট নিয়ে ২০১৯ সাল শুরু।

নতুন বছর আগমন উপলক্ষে কয়েকদিন পর দেখলাম অনেকে Facebook এ SMS করে রেখেছে,  সব কিছু ভূলে নতুন বছর শুরু করতে বলেছে কিন্তু তারা জানে না আমার বাবা আর নেই, কি করে এত তাড়াতাড়ি ভূলে যাই সব কিছু ভাই! আজীবন যে মনে থাকবে। বাবা মারা যাওয়ার আগের তিনদিন পরপর ছোট ভাইয়ের ফোনে ফোন দিলাম,  মা বাবার সাথে কথা বলবো বলে কিন্তু তিনদিনই ছোট ভাই ফোন রিসিভ করে বলল আপুর বাসায় বেড়াতে এসেছি, সে আমার এখানে (ঢাকায়)  আসবে বলে আপুর বাসা বেড়াতে গিয়েছিল। আমি  বললাম তাহলে  আপুর বাসা থেকে আসার পথে মা বাবার জন্য ফোন কিনে নিয়ে আসিস। কিছুক্ষণ পর নতুন( ফোন + সিম)  কিনে ছোট ভাই বলল এই নাম্বারটা হয়।  এদিকে আমি নাম্বারটা গত ঈদে তোলা মা বাবার ছবি দিয়ে Save করলাম। যাতে কল দিলে ছবি দেখতে পাই, একটু পর  সেই নতুন নাম্বার থেকে ফোন আসলো ভাবলাম অবশেষে নতুন নাম্বারে মা বাবার সাথে কথা হচ্ছে,কিন্তু  ইচ্ছাটা রয়েই গেলো আর হলো না।  ভাবতে পারিনি   ছোট ভাই সেই নতুন নাম্বার  থেকে ফোন করে বাবার মৃত্যুর সংবাদ শোনাবে-----------।

No comments:

Post a Comment

সূর্য ডোবার খেলা

 সূর্য   ডোবার খেলা  এস_আর_শহীদ সাগর আকাশ মিলেছে যেখানে  রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।  সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে কি দারুণ সুখে ন...