সূর্য ডোবার খেলা
এস_আর_শহীদ
সাগর আকাশ মিলেছে যেখানে
রং ধনু সাত রং খুঁজে পাই সেখানে।।
সূর্য ডোবার খেলা দেখি দু'নয়নে
কি দারুণ সুখে না হারানোর নেই মানে।।
হৃদয় কারে খুঁজে জানে সে জানে
সুখের পরশ বুকেতে রাখিয়া তার পানে।।
ঘুরে ফিরে বার বার ফিরে আসা তার টানে
কি দারুণ অনুভূতি সঙ্গোপনে তার গানে।।
শুধাই শুধু তারে কেন থাকে সে অভিমানে
এতো কথা বলা তাই সাগরের কানে কানে।।
#এস_আর_শহীদ
১৭ সেপ্টেম্বর ২০২২
রামু,কক্সবাজার